গাংনী পৌর নির্বাচন ॥ ৫ বছরের ব্যবধানে মেয়রের চেয়ারে আবারও আহম্মেদ আলী
তৌহিদ উদ দৌলা রেজা : বিপুল ভোটের ব্যবধানে মেহেরপুর গাংনী পৌর মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম (জগ) পেয়েছেন ২ হাজার ৬৫১ ভোট। অপরদিকে গত নির্বাচনের মতই এবারও শোচনীয় ভোট পড়েছে ধানের শীষ প্রতীকে। বিএনপি সমর্থীত প্রার্থী আসাদুজ্জামান বাবলু ধানের শীষ প্রতীকে ৪৮৮ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। ইসলামী আন্দোলন প্রার্থী আবু হুরায়রা (হাপতপাখ) ২৩০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আনারুল ইসলাম (বরশি) ৫৭ ভোট পেয়েছেন। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপি প্রার্থী আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ও ইসলামি আন্দোলন প্রার্থী আবু হুরায়রা ভোট বর্জন করেছেন।
দেশের পৌরসভা নির্বাচনে দ্বিতীয় দফায় গাংনী পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারই প্রথম গাংনী পৌরসভা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোন বিশৃংখলা ছাড়াই ভোট সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন রির্টার্নিং কর্মকর্তা, প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা।
এবারের জয় নিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন স্থানীয় আওয়ামী লীগের লৌহ মানব হিসেবে পরিচিত আহম্মেদ আলী। ২০১৫ সালের নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও তিনি বর্তমান মেয়র আশরাফুল ইসলামের কাছে পরাজয় বরণ করেছিলেন। ২০১৫ সালের আগের দুটি নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন।
এদিকে জয়লাভের পর বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা নৌকার বিজয় উল্লাস করেন। তারা জড়ো হন উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে। সেখানে বিজয়ী প্রার্থী আহম্মেদ আলীকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা।
এদিকে প্রতিদ্বন্দীতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীরা জয়লাভ করেছেন। সংরক্ষিত ১নং ওয়ার্ডে চেয়ার ধরে রাখতে সক্ষম হয়েছেন ফিরোজা খাতুন। বাকি দু’টি ওয়ার্ডে বিজয়ী হয়েছেন নতুন মুখ। সংরক্ষিত ২নং ওয়ার্ডে ঝর্না বেগম ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডে সাজেদা খাতুন বিজয়ী হয়েছেন।
সাধারণ ওয়ার্ডে ১নং ওয়ার্ডে আলমগীর হোসেন, ২নং ওয়ার্ডে মিজানু রহমান, ৩নং ওয়ার্ডে সামিউল ইসলাম, ৪নং ওয়ার্ডে আছেল উদ্দীন, ৫নং ওয়ার্ডে আতিয়ার রহমান, ৬নং ওয়ার্ডে নাছির উদ্দীন, ৭নং ওয়ার্ডে মোকছেদ আলী, ৮নং ওয়ার্ডে হাফিজুল ইসলাম ও ৯নং ওয়ার্ডে রাশিদুল ইসলাম খোকন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এদিকে গাংনী পৌরসভা নির্বাচনে ২০ হাজার ৩৫৭ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২ হাজার ৯১৫ জন। ভোট বাতিল হয়েছে ২৯টি। ভোট পোল হয়েছে ৬৩ দশমিক ৪৪ শতাংশ।