ত্রিশালে প্রধানমন্ত্রীর উপহার পেলো ভূমি ও গৃহহীন ৫০টি পরিবার
এনামুল হক, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে মুজিববর্ষ’ উপলক্ষে ৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারের পক্ষ ঘরের চাবি ও জমির দলিল প্রদান করা হয়েছে।
শনিবার (২৩জানুয়ারী সকালে উপজেলা পরিষদ হলরুমে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি মন্ত্রণালয়ের অধীনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে ৫০ টি পরিবারকে জমির দলিলসহ বাড়ীর চাবি হস্তান্তর করা হয়।
ত্রিশালউপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি,উপজেলা পরিষদের বতর্মান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার দুই বারের সফল মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ , এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি তরিকুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আবুল কালাম, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ ন এম শুভা মিয়া আকন্দ, নির্বাহী বিদ্যুৎ প্রকৌশলী ফারুক মিয়া, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান শাহ মোঃ গোলাম ইয়াহিয়া, আনিসুর রহমান ভুট্টো, নাজমুল হক সরকার, আব্দুল কুদ্দুস মন্ডল ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব প্রমুখ।