নীলফামারীতে বোরো ধান রোপনে ব্যস্ত কৃষক
সত্যেন্দ্র নাথ রায় , নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে প্রচন্ড ঠান্ডা ও শীতকে উপেক্ষা করে বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করেছেন কৃষক ।
জেলার বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখা যায় কৃষক ধান রোপনের জন্য উচু নিচু জমি সমান করছেন -কেউবা মই টানছেন , কেউবা তুলছেন চারা ।
সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ী গ্রামের মান্দুর দোলায় কৃষক মুসা , সুমন , জলিল , মাসুম , এর সাথে ধান বপন কালে কথা হলে বলেন , হামরা শীতোক ভয় পাই না । এখন ধান গারিবার সময় । এলায় যদি গারিবার না পাই তাহলে বেশি ধান হবে না। ফসল ফলেবার না পারিলে হামার অসুবিধা হবে। ছাওয়ার পড়াশোনার খরচ , সংসারের খরচ , আছে । এইলা হামাক ধান বেচেয়ায় দিবার নাগে । কাজেই ধান হামাক সময়মত গারিবার নাগিবে।
ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা গ্রামের কৃষক সন্তোষ রায় বলেন , এক বিঘা মাটির জন্য বিছন ফেলা থাকি শুরু করি সব সুদ্দায় হামার খরচ হয় প্রায় ৯-১০ হাজার টাকা । এইবার দাম পাইছিনো । হামার সরকারের কাছে আবেদন , খরচ টরচ মিলিয়া ধানের দামটা দিলে পসেবার পামো।
উপসহকারী কৃষি অফিসার গৌরাঙ্গ চন্দ্র রায় এর সাথে কথা হলে বলেন , কৃষকদের লাইন করে চারা রোপন , পার্চিং , , সঠিক সময়ে সারের ব্যবহার, এই সব প্রযুক্তির মাধ্যমে ফলন বৃদ্ধিতে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে যাচ্ছি।
নীলফামারী কৃষি বিভাগের উপ পরিচালক ওবায়দুর রহমান মন্ডল এর সাথে মুঠোফোনে এ বিষয়ে কথা হলে বলেন এবারে জেলায় ৮১ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে । বোরো ধানের ফলন বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের প্রতিনিয়ন সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি।