সকলের সহযোগীতায় সুন্দর পরিছন্ন নগর গড়তে সচেষ্ট থাকব –নব নির্বাচিত মেয়র শরীফ প্রধান

0

রফিকুল ইসলাম সুইট : নব নির্বাচিত পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেছেন- পাবনা পৌরবাসী আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এজন্য আমি ও আমার সহযোদ্ধারা চিরকৃতজ্ঞ। এখন অন্যকোন পক্ষ নেই আছে শুধু উন্নয়ন। আমরা উন্নয়নের পক্ষে । সকলের সহযোগীতায় সুন্দর পরিছন্ন নগর গড়তে সচেষ্ট থাকব। তিনি আরো বলেন- আমি ছোট বেলা থেকে পাবনার আলো বাতাস ও মানুষের সাথে বেড়ে উঠেছি কাজেই দুরে থাকতে পারব না। পাবনা পৌর সভার দরজা সবার জন্য খোলা থাকবে। আমার নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করার চেষ্ঠা করব। পাবনা পৌরবাসীর চাওয়া পুরুণ করার চেষ্ঠা করব।

বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, রির্পোর্টাস ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান স্বপন, কমরেড জাকির হোসেন, সুলতান আহমেদ বুড়ো, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ইদ্রিস আলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগ নেতা কামিল হোসেন, আব্দুল হান্নান, সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান দোলন, নাজমুল আলম পিয়াল, আবদুল্লাহ আল মামুন, মনিরুজ্জামান রাসেল, গোলাম মাহবুব আলটু, টিপু বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় পাবনা প্রেস ক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত পৌর মেয়র কে অভিনন্দন জানানো হয়।

আপনি এগুলোও দেখতে পারেন
Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.