ওসির বিরুদ্ধে জোরপূর্বক বাড়ির প্রধান ফটক নির্মাণের অভিযোগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি : জোরপূর্বক বাড়ির প্রধান ফটক নির্মাণের অভিযোগ উঠেছে ফরিদপুর জেলার মধুখালি থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন পৌর এলাকার সিনেমা হল পাড়ার কাঠপট্টি মহল্লার ১৫ টি ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন একই মহল্লার বাসিন্দা মোহাম্মদ আকবর আলীর ছেলে জিয়াউল কবির। লিখিত বক্তব্যে তিনি বলেন, সিনেমা হল পাড়ার কাঠপট্টি মহল্লায় মাসুদুর রহমানের কাছ থেকে গত ২ বছর আগে ১৩ শতক জমি কেনেন তার বাবাসহ ওই মহল্লার ১৫ জন ব্যক্তি। পাশেই জমি কিনে বাড়ি করেছেন ওসি আমিনুল ইসলাম ও তার স্ত্রী। আমরা বাড়ি নির্মাণের উদ্যোগ নিলে রাস্তা ব্যবহারে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ওসি আমিনুল ইসলাম, তার স্ত্রী আফরোজা খাতুন ও একই মহল্লার সাহিদা খাতুন। রাস্তাটি সবার হলেও ওসি আমিনুল ইসলাম তার দাবি করে পাকা পিলারের সাথে লোহার গেট নির্মাণ করেন। তিনি আমাদের সীমানায় ইটের পাকা প্রাচীর নির্মাণ করে বাঁধা সৃষ্টি করেন। বিষয়টি নিয়ে তার সাথে কয়েক দফায় আলোচনা হলেও কোন লাভ হয়নি। সমাধান না হওয়ায় ওসি আমিনুল ইসলাম পুলিশ দিয়ে হয়রানি করতে শুরু করে। আমাদের বাড়িতে বেশ কয়েকদিন পুলিশও এসেছে। রাস্তাটিতে প্রায় ৩০ বছর ধরে চলাচল করে স্থানীয় জনসাধারণ ও পার্শ্ববর্তী বাড়ির লোকজন। তারা যেন বেআইনিভাবে জোরপূর্বক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেবিষয়ে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগী পরিবারগুলো।