গাজীপুরের কালিয়াকৈরে খামারে বর্জ্যে ফসলী জমির ক্ষতি
কালিয়াকৈর উপজেলার গোয়ালচালা এলাকায় আলাল সিকদারের গরুর খামারে বর্জ্যরে পানিতে ফসলী জমি ব্যাপক ক্ষতির আশঙ্কার অভিযোগ করেছেন এলাকাবাসী ।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালচালা এলাকায় আলাল সিকদারের গরুর খামারে বর্জ্যরে পানিতে ফসলী জমি ব্যাপক ক্ষতির আশঙ্কার অভিযোগ করেছেন এলাকাবাসী ।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আমরা এই জমি চাষাবাদ করে আসছি কিছু দিন ধরে এলাকায় ওই গরুর খামার করে আমাদের জমির উপর দিয়ে ওই খামারের বর্জ্যরে দূষিত পানি আসায় ১৮২ শতাংশ কৃষি জমি চাষাবাদের ক্ষতি হচ্ছে ।
ওই খামারের মালিককে বার বার বলেও কোন লাভ হয়নি বলে জানান এলাকার কৃষকরা। তবে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী অতি তারাতারি খামারে বর্জ্যের পানি বন্ধ করে ফসলী জমি রক্ষা করা হয়।