কাপ্তাইয়ে শ্রদ্ধাভরে ভাষা শহীদদের স্মরণ

0

মাহফুজ আলম, কাপ্তাই থেকে : কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় ভাষা শহীদদের স্মরণ । রষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে অর্জিত হয় স্বাধীনতা। বাঙালির এই আত্মত্যাগের দিন এখন কেবল আর বাংলার নয়, রাষ্ট্রীয় সীমানা ছাড়িয়ে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন উৎসর্গ করেছেন, সেসব শহীদদের পরম শ্রদ্ধায় স্মরণ করছে কাপ্তাইয়ের মানুষ।

একুশের প্রথম প্রহরে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের পক্ষ থেকে সশস্ত্র অভিবাদন জানানো হয়। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাপ্তাই উপজেলা প্রশাসন. উপজেলা পরিষদ.কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ. কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ,অঙ্গ ও সহযোগী সংগঠন ও অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ গন কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হলে মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শিশু-কিশোর, বৃদ্ধ সবাই ফুল নিয়ে শ্রদ্ধা জানান শহীদদের। এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসেছে মহামারীর বাস্তবতায় ভিন্ন এক প্রেক্ষাপটে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আয়োজনটি এবার হচ্ছে সীমিত পরিসরে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের করতে কাপ্তাই উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও আধা সরকারি- স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পত্রিকা অর্ধনমিত রাখা, সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমিতে শুদ্ধ বানান, সুন্দর হাতের লেখা ও কুইজ প্রতিযোগিতা. সুবিধাজনক সময়ে ভাষা সৈনিকদের রুহের মাগফেরাত কামনায় মসজিদ, মন্দির , গীর্জা ও প্যাগোডায় দোয়া ,।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.