মনের চিটি কাপ্তাইয়ে মহীয়সী নারী শিক্ষিকা সবিতা বড়ুয়ার  নিকট

0
শহীদ পরিবারের  শ্রদ্রেয়  প্রিয় শিক্ষক  কেমন আছন নিশ্চয়  ওপারে বিধাতা আপনাকে ভাল বিবেচনায় রেখেছেন । আপনি ওখানে ভাল থাকবেন সে দোয়া মন থেকে কাপ্তাই তথা পৃথিবীর অধিকাংশ এলাকার শুভাকাঙ্ক্ষীরা প্রতিনিয়ত করবে । তবে আপনার মৃত্যু বার্ষিকী এ দিনটা কে কেমন করে পালন করবে জানিনা ।  কোন স্বরণ সভা    করবে কিনা জানিনা  এতে কিছুই আসে যায়না। তবে আমার প্রিয় কর্ণফুলী প্রকল্প উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আপনি  যুগ যুগ ধরে  মানুষের মনের মাঝে বসবাস করবেন। প্রবল ইচ্ছা জাগে   ওপারে যদি আপনার মন কাদে  তাহলে চলে আসুন  এক ভরসায় আমাদের মাঝে।  আপনাকে  বেচে থাকা অবস্থায় যে ভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে  শ্রদ্ধা ও ভালবাসার আসনে ভালবাসতাম  এর চেয়ে এখনও অধিক ভালবাসি। আপনি যাদেরকে  বেচে থাকা অবস্থায় অর্থ বিত্তের মালিক বানিয়েছেন।প্রর্থনা করি আপনার মৃত্যুর পর  তারা যেন অন্তত সৃৃষ্টি কর্তার নিকট দোয়া চেয়ে থাকে। আপনাকে হারিয়ে   শান্তিতে আর স্বস্তিতে নেই আপনার রেখে যাওয়া  গুণগাহীরা।  আলোয় না থাক আপনার সমাধি  লক্ষ লক্ষ মানুষের মনে আপনারা থ্রুবতারা হয়ে জলবেন অনন্তকাল।
মানুষের অকুন্ঠ ভালবাসা   নিয়ে আপনি   চলে গেলেন না ফেরার দেশে। আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে আপনি পরকালে  চলে গেলেন। জানি আপনি আর আসবেননা।  আপনার কর্মযজ্ঞ , আপনার আকাশের চেয়েও বিশালতা , আপনার সরলতা,আপনার ব্যাক্তিত্ব, আপনার গতিশিল সক্ষমতা মানুষ এখনও  আপনাকে মনে রেখেছে। সমাজ.দেশ ও   এলাকায়    কিছু মানুষ আসে নিজের আলোয় নিজে না জলে অন্যকে  আলোর পথ  দেখায় সে ধরনের কৃর্তিমান  মহীয়সী নারী  আপনি। খুজে বেড়ায় আপনার অস্তিত্বকে। আপনার অনেক স্মৃতি বিস্মিতির কথা মনে পড়ে।  আপনি আমার  হ্রদয়ে সব সময় বাস করবেন।
 ইতি-
 সাংবাদিক মাহফুজ, কাপ্তাই ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.