কাপ্তাই থানার অনন্য ভুমিকা ১৭ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মাহফুজ আলম, কাপ্তাই : কাপ্তাই থানা পুলিশের অনন্য ভুমিকা পালন সতর্ক থাকায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকার পাশাপাশি অপরাধীরা কোনঠাসা হয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলার কাপ্তাই থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ১৭টি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ পলাতক আসামী মো. ফারুক প্রকাশ গুরাইয়া (৩৫)কে সোমবার (৮ মার্চ) গভীর রাতে চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার সহযোগীতায় আটক করা হয়।কাপ্তাই থানার অফিসার ইনর্চাজ মো. নাসির উদ্দিন, জানান, কাপ্তাই থানার পুলিশ পরির্দশক আতিকুল ইসলাম ( ওসি তদন্ত), এসআই গাজী গোলাম মহি উদ্দিন, রাকিবুল হাসান,আজাদ হোসেনসহ পুলিশ ও ফোর্স নিয়ে কাপ্তাই মোনাফের টিলার মৃর্ত মনির আহমেদের ছেলে ১৭টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক কে রাঙ্গুনিয়া উপজেলা হতে রাতে আটক করা হয়।সে দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিল। মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টায় আসামীকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয় বলে থানা সুত্রে জানা যায়।।