বান্দরবানে ভ্রাম্যমান আদালত অভিযানে অবৈধ পাথর জব্দ, মেশিন ধ্বংস
রিমন পালিত : বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের রোয়াংছড়িতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আনুমানিক ২হাজার ফুট অবৈধ পাথর জব্দ করেছে। এসময় একটি পাথর ভাঙ্গার মেশিন ধ্বংস করে দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮জুলাই) দুপুরে রোয়াংছড়ির তুলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঝিড়ি থেকে বান্দরবানের আশরাফ সওদাগর পাঁচারের উদ্দেশ্যে অবৈধ পাথর উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাবেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঝিড়ি থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ২হাজার
ফুট বোল্ডার পাথর ও কংকর জব্দ করে। এসময় পাথর ভাঙ্গার একটি মেশিনও ধ্বংস করে দেয়া হয়।
এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দীঘদিন ধরে আশরাফ সওদাগর নামে এক পাথর ব্যবসায়ী ঝিড়ি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে ভেঙ্গে বিভিন্ন জায়গায় পাঁচার করছে এমন সংবাদের ভিত্তিতে তুলা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পাঁচারের উদ্দেশ্যে মজুদ রাখা আনুমানিক ২হাজার ফুট পাথর জব্দ ও একটি মেশিন ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যহত থাকবে।