কাপ্তাইয়ে ৭’শ মানুষ গ্রহণ করলেন করোনা ভাইরাসের টিকা

0

মাহফুজ আলম , কাপ্তাই থেকে : মানুষ করোনা ভাইরাসের টিকা নিচ্ছে বলে মন্তব্য করেছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি। ১৫ ফ্রেরুয়ারী সোমবার হাসপাতালে করোনার টিকা দেয়ার কার্যক্রম চলাকালে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। এ সময় সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানান আরএমও ডাঃ ওমর ফারুক রনি। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা দেয়া হচ্ছে বাংলাদেশে। সবাইকে এই টিকার দুটি ডোজ নেওয়ার পরামর্শ দেন।

তিনি আরো বলেন গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে করোনার টিকা দেওয়া হয়। এর পরদিন রাজধানীর বিভিিন্ন হাসপাতালে ৫৪৬ জনকে টিকা দেওয়া হয়। মহামারী মুক্তির প্রত্যাশা নিয়ে গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশের ন্যায় করোনা ভাইরাসের গণটিকাদান কার্যক্রম কাপ্তাই উপজেলাতেও শুরু হয়। ১৫ ফ্রেরু পর্যন্ত কাপ্তাইয়ে ৮দিনে ৭’শরও বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। দেশজুড়ে শুরু হওয়া কর্মসূচির অষ্টম দিনে করোনার টিকা নেন সেনাবাহিনী. পুলিশ. বিজিবি.ব্যাটালিয়ন আনসার.সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা- কর্মমচারী সহ বিভিন্ন স্তরের মানুষ

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.