মদনে হাতকরা অবস্থায় পুলিশের হাত থেকে গরু চোর পলায়ন

0

মোশাররফ হোসেন, মদন, নেত্রকোণা : নেত্রকোণা মদন থানা পুলিশ সোমবার গরু চুরির আসামী আবিদ মিয়া (পলাশ) ১৯ কে হাতকরা পরিহিত অবস্থায় সিএনজি যোগে আদালতে নেওয়ার পথে মদন বাজার নামক স্থান হতে পালিয়ে যায়। থানা সূত্রে জানা যায়, ৩০শে মে কাইটাইল ইউনিয়নের বাড়রী বাজারে কেন্দুয়া উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের মিলন মিয়ার ছেলে আবিদ মিয়া (পলাশ) গরু বিক্রি করার জন্য নেয়। গরুর দাম তুলনামূলক কম চাওয়ায় ক্রেতারা সন্দেহ করে মদন থানা পুলিশকে অবগত করে।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে গরুসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। ৩১শে মে দুপুরে তাকে নেত্রকোণা কোর্ট হাজতে প্রেরণ করলে মদন বাজার নামক স্থানে এসে প্রচন্ড ঝড়-বৃষ্টির মুখে পড়লে সিএনজি থেকে হাতকরাসহ পালিয়ে যায়। আসামী পালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মদন থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। আসামীকে ধরতে অভিযান অব্যাহত আছে। এ খবর লেখা পর্যন্ত আসামীর কোন সন্ধান পাননি পুলিশ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.