ভূমিকর পরিশোধে অনলাইন সেবা বাড়ছে, সহকারী কমিশনারের ভূমিকায় মুক্ত হচ্ছে দালালচক্র

0

নকলা প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল : শেরপুরের নকলা ভূমি অফিস উপজেলার সকল মৌজায় একযুগে অনলাইনে গ্রাহক সেবা দেওয়ার ডাটা এনটির কাজ করছে জুড়ে সুরে। এখন থেকে প্রকৃত ভূমির মালিকরা খাজনা পরিশোধে,নামজারী, ভুল সংশোধন, মিউটেশন মামলার কাজ গুলো অনলাইনে ডাটা এনটির কাজ চলছে জোড়ে সুরে । এতে করে গ্রাহকরা নিজ এলাকায় থেকেই সেবা গ্রহণ করতে পারছেন। ভূমি অফিস নকলার সহকারী কমিশনার কাউসার আহমেদ দালাল চক্রকে কঠোর ভাবে দমন করছেন। সেই সাথে চলছে ভূমি সেবা সপ্তাহ ৬জুন থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে । সেবা গ্রহণ করছেন সরাসরি জনগণ । সহকারী কমিশনার ভূমি কাউসার আহমেদ বলেন ৩৭ জন জনবল কাঠামো নিয়ে নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পৌরসভার মধ্যে জনগণের সেবা দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার জন্য এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.