বাঁশের সাঁকোতে পারাপার ৬ গ্রামের মানুষের

0

নকলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার চরমুধুয়া গ্রামের পাশেই অবস্থিত হাতিমারা গ্রাম , গ্রামে নেই কোন স্কুল কলেজ,মাদরাসা, মসজিদ, সেই সাথে নেই কোন যোগাযোগ ব্যবস্থা । বাঁশের একটি সাঁকোর উপর দিয়ে ৬ গ্রামের ১০ হাজার লোকের চলতে হচ্ছে যুগের পর যুগ ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে । গ্রামবাসী চেয়ারম্যান মেম্বার সাধারণ জনগণ সকলের দাবী ব্রীজ নিমার্ণের । ৭০ বছর যাবত অতি কষ্টে ঝুঁকি পূর্ণ জীবন নিয়ে কৃষকদের যাতায়াত করতে হচ্ছে ঝুঁকির মধ্য দিয়েই । এখানে ব্রীজ নির্মাণ হলে শেরপুর, জামালপুর দুই জেলার ২০ হাজার লোকের যোগাযোগে সহজ পথ রচিত হবে বলে জানালেন আওয়ামী লীগ সভাপতি মোখলেছুর রহমান , চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.