ধুধু বালুরচর মৃগী নদীর পাড়ে ফলেছে সোনালী ফসল

0

নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়ন ও চন্দ্রকোনা ইউনিয়ন দু’টি কে সবজি ভান্ডার ইউনিয়ন হিসাবে ঘোষণা দিয়েছে কৃষি বিভাগ । এই দু’ইউনিয়নে সূর্যমুখী , ড্রাগন , মালটাসহ উৎপাদিত হচ্ছে অর্ধ শতাধিক সবজি ফলমূল । এক সময় যেখানে ইতিহাস প্রসিদ্ধ বক্ষপুত্র নদ ও মৃগী নদী ভেঙ্গে নিয়ে যেতো বাড়ি ঘর কালের পরিবর্তনে হয়েছে এখন পতিত জমি আর সেখানে চরের চাষীরা রিতিমত চাষ করছেন নানা জাতের সবজি । চাষী সাজু সাঈদ সিদ্দিকি জানান, এই দুইটি ইউনিয়নে প্রায় ৫০ কোটি টাকার সবজি ও কৃষি ফসল উৎপাদন হবে । এতে করে চরের চাষীরা দিনে দিনে ফসল উৎপাদন করে লাভের স্বপ্ন দেখছেন। চাষীদের ছেলে মেয়েরা লেখাপড়ার খরচসহ স্বাচ্ছন্দে জীবন যাপন করছেন, উৎপাদিত কৃষিপণ্যের আয় থেকে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.