নকলা একটি সেতুর আভাবে ৫ গ্রামের মানুষ দূর্ভোগে

0

ইউসুফ আলী মন্ডল, নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার হাতিমারা গ্রাম । গ্রামটি ব্রক্ষপুত্র নদীর দক্ষিন পাড়ে অবস্থিত । গ্রামটিতে নেই কোন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় , মাদরাসা ও মসজিদ। এক হাজার লোকের বসবাস থাকলেও সড়কের যোগাযোগ নেই বাঁশের সাঁকোর উপর দিয়ে সকলের পথ পাড় হতে হয়। পাশের আরো ৫ গ্রামের ১০ হাজার লোক সাঁকোর উপর দিয়ে জীবন ঝুকি নিয়ে পাড় হতে হয় । এ অবস্থা চলছে প্রায় ৩০ বছর যাবত । গ্রামের শিশু সন্তানেরা স্কুলে যেতে চাইলে রাস্তায় এসে সাঁকো পাড় হতে পারেনা । কৃষকরা ধান চাল কৃষি উৎপাদিত পণ্য নিয়ে জীবন যুদ্ধের মধ্যে পড়তে হয়। হাতিমারা গ্রাম , রেহার চর,কাদীয়ার চর, হুনুমান চর, দুধীয়ার চর , চর মুধুয়া নামা পাড়া , চর বাছুর আলগী এ সকল গ্রামের প্রতিদিনের যোগাযোগ বিঘ্নিত হয়ে থাকে । ৩টি বাঁশ দিয়ে রশি বেঁধে ঝুকিপুর্ণ পরিবেশে তাদের জীবন কাটাতে হচ্ছে। গ্রামবাসী অনেকে বলেন একশত বছর আগে থেকে এখানে ব্রীজ হওয়ার কথা থাকলেও ব্রীজ নির্মাণ হচ্ছেনা। দূযোগ ও ত্রান মন্ত্রনালয়ের অর্থে এক কোটি টাকা ব্যায়ে ৩টি কালবার্ট ব্রীজ নির্মাণ হলেও পাশে মাটিনা থাকায় ঝুলে আছে ব্রীজ গুলো। সচেতন মহল বলছেন উক্ত গ্রামে ব্রীজটি নির্মাণ করা অতিপ্রয়োজন ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.