নেত্রকোণায় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গরুর খামার পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা

0

মেহেদী হাসান আকন্দ : নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ-আদর্শনগর রাস্তার পাশে নলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গড়ে উঠেছে গরুর খামার। পরিবেশ অধিদপ্তরের কোন অনুমোদন না নিয়ে বিদ্যালয়ের পাশে স্থানীয় প্রভাবশালী হাবিবুর রহমান কাঞ্চন গড়ে তুলেছেন বিশাল গরুর খামার। ৩৫-৪০টি গরু একই সাথে লালন পালনের ব্যবস্থা করা হয়েছে খামারটিতে। খামারটি দ্যিালয়ের ক্লাসররুমের সামনে মাত্র ২০-২৫ ফুট দূরত্বে হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের পাঠে মারাত্মক প্রভাব ফেলবে। খামারের বর্জের কারণে পরিবেশ দূষণের ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, খামারটি গড়ে উঠেছে মোহনগঞ্জ-আদর্শনগর রাস্তার পাশে নলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন। দৃশ্যত: মনে হয় খামারটি বিদ্যালয়ের একটি অংশ। স্থানীয় বাসিন্দা বজলুর মিয়া ও গ্রাম পুলিশ বুলু রবিদাস জানান, খামারের দূর্গন্ধ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। খামারটির মালিক হাবিবুর রহমান কাঞ্চন ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস এলাকার লোকজনের নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হায়দার জাহান এ বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করলেও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাতে অবহিত করেছেন বলে জানান।

মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিপালী সরকার বলেন, বিদ্যালয় সংলগ্ন খামারের দূর্গন্ধে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে খামারের মালিক হাবিবুর রহমান কাঞ্চনকে নিষেধ করা হলেও তিনি নিষেধ মানতে নারাজ। খামারটির মালিক হাবিবুর রহমান কাঞ্চন জানান, বিদ্যালয় সংলগ্ন হলেও আমি আমার নিজের জায়গায় খামারটি গড়েছি। তিনি বলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার পরামর্শে আমি খামারটি তৈরি করেছি। পরিবেশ অধিদপ্তর থেকে কোন অনুমতি নেননি এবং বিদ্যালয়ের পাশে খামারটি নিয়মবর্হিভুত হলে তিনি অবশ্যই খামারটি বন্ধ করে দিবেন বলেও জানান। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হযরত আলীর অফিসে গিয়ে তাঁকে না পাওয়ায় তার ব্যবহৃত মোবাইল ফোনে বার বার ফোন দিয়েও বন্ধ পাওয়া যায়। জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শুশীল কুমার দাস জানান, এধরনের প্রতিষ্ঠান শুরু করার পূর্বে পরিবেশ অধিদপ্তর হতে অবস্থানগত ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এই প্রতিষ্ঠান এখন পর্যন্ত আবেদন করে নাই। শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এই ধরনের খামার করার কোন সুযোগ নাই।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.