বাঘ ধরলেন গ্রামবাসী, হারিয়ে ফেললেন উপজেলা চেয়ারম্যান!

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের মাজপাড়া মন্ডলপাড়া গ্রামের মানুষ পোষা কুকুড়ের সহায়তায় বাঁশ ঝাঁড়ের উপর থেকে একটি বিড়ল প্রজাতির বাঘ আটক করতে সক্ষম হয়েছে।

0

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের মাজপাড়া মন্ডলপাড়া গ্রামের মানুষ পোষা কুকুড়ের সহায়তায় বাঁশ ঝাঁড়ের উপর থেকে একটি বিড়ল প্রজাতির বাঘ আটক করতে সক্ষম হয়েছে। আর ওই বাঘ নিজ দায়িত্বে বন বিভাগের পৌছানোর কথা বলে বাঘই হারিয়ে ফেললেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

স্থানীয় গ্রামবাসী শাহীন মন্ডল বলেন, বৃহস্পতিবার ভোরে আফজাল হাজীর চিৎকার শুনে বাড়ির পাশেই আমের বাগানে যাই। গিয়ে দেখি মেছো বাঘের আকৃতি মোটাতাজা প্রায় সাড়ে ৪ ফিট লম্বা একটি বাঘ আসছে। এ সময় নিজেদের বাড়ির একাধিক পোষা কুকুর বাঘটিতে ধাওয়া দেয়। সাথে গ্রামের অর্ধশতাধিক মানুষও যোগ দেয়। এ সময় বাঘটি সুযোগ বুঝে একটি বাঁশ ঝাঁড়ের উপর গিয়ে বসে পড়ে। স্থানীয়রা কৌশলে বাঁশের সাথে দঁড়ি পেঁচিয়ে বাঘটি আটক করে। সবাই মিলে বাঘটি নীচে নেমে এনে স্থানীয় মসজিদের একটি পুরাতন খাচায় বন্দি করে রাখে। সকাল হতে হতেই প্রচুর লোক বাঘটি দেখতে ভীড় জমায়।

শাহীন মন্ডল বলেন, বাঘ আটকের খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে ফোন আসতে শুরু করে। কিছুক্ষণ পরই আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম পৌরসভার একটি ট্রাক নিয়ে সরকারি জীপে করে ঘটনাস্থলে আসেন। আমরা বাঘটি বন বিভাগের কাছে জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিলেও উপজেলা চেয়ারম্যান নিজ দায়িত্বে বাঘটি বন বিভাগে জমা দেয়ার কথা বলে নিজেই গাড়ীতে করে নিয়ে যান। শাহীন বলেন, এর পর কি হয়েছে সেটা আমরা জানিনা।

এদিকে চেয়ারম্যান বাঘটি ঘটনাস্থল থেকে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই বাঘটি হারিয়ে গেছে বলে প্রচার শুরু হয়ে যায়। তবে বাঘটি আদৌত গাড়ী থেকে পালিয়ে গেছে নাকি এর পেছনে অন্য কোন ঘটনা রয়েছে এ নিয়ে দেখা দিয়েছে ধুম্রজাল।

আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভি করেননি।

সামাজিক বনায়নের পাবনাস্থ বিভাগীয় বন কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, বাঘটি আটকের পর উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম নিজ দায়িত্বে আনছিলেন। কিছুপথ আসার পর বাঘটি নাকি পালিয়ে গেছে। বাঘটি পালিয়ে গেছে নাকি ভেতরে অন্য কোন রহস্য রয়েছে এমন প্রশ্নে বন কর্মকর্তা মাহাবুবর রহমান বলেন, যদি এ ধরণের কোন ঘটনা ঘটে থাকে, তাহলে তদন্ত করে মূল ঘটনা অনুসন্ধান করা হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.