চাটমোহরে ট্রেনে কাটা পড়ে হাত বিচ্ছিন্ন বৃদ্ধার পাশে উপজেলা চেয়ারম্যান

0

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর রেলষ্টেশনে মালবাহী ট্রেনের নিচ পার হওয়ার মূহুর্তে হাজেরা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা ভিক্ষুকের হাত কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর থেকে তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমন মর্মান্তিক দূর্ঘটনার খবর গণমাধ্যমে জানার পর বৃদ্ধাকে হাসপাতালে দেখতে যান চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল হামিদ মাষ্টার।

তিনি সোমবার (৩১ মে) বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন অসুস্থ হাজেরা খাতুনের শয্যাপাশে যান। সেখানে তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার স্বজনদের হাতে বেশকিছু নগদ টাকা প্রদান করেন। পরবর্তীতে তার চিকিৎসা ও জীবনযাপনে পাশে থেকে সহযোগীতার আশ্বাস দেন।

উল্লেখ্য গত ৩০ মে রবিবার দুপুরে পাবনার চাটমোহর রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের নিচ দিয়ে পার হওয়ার সময় কাটা পড়ে ভিক্ষুক হাজেরা খাতুনের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হাজেরা খাতুন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহরমখালী গ্রামের মৃত আক্কাস আলীর স্ত্রী এবং তিনি রেলস্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.