পাবনা জেনারেল হাসপাতালে অত্যাধুনিক ডায়রিয়া ওয়ার্ডের উদ্বোধন করলেন এমপি প্রিন্স
পাবনা জেনারেল হাসপাতালে অত্যাধুনিক ডায়রিয়া ওয়ার্ডের উদ্বোধন
পাবনা প্রতিনিধি: ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড আধুনিকায়ন কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপস্থিত ব্যক্তিবর্গ নিয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে ওয়ার্ডটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে এমপি প্রিন্স বলেন, বৈশ্বিক এ মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে ব্যাপক নজর দিয়েছেন। শুধু করোনা রোগী না, অন্যান্য রোগীকেও সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য বিভাগকে গুরুত্বারোপ করেছে সরকার।
তিনি আরো বলেন, সরকারের দুরদর্শী নেতৃত্বে সরকারি হাসপাতাল গুলোকে অত্যাধুনিক করা হচ্ছে। চিকিৎসা সেবা নিতে আসা সাধারন মানুষ যাতে ভালো চিকিৎসার পাশাপাশি ভালো পরিবেশ পায় এ জন্য সরকার যুগোপযোগী ও অত্যাধুনিক উদ্যোগ গ্রহণ করেছে। এসময় উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: আবুল হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, মেডিসিন বিভাগের সিনিয়র কনস্যাল্টেন্ট ডা: সালেহ্ মোহাম্মদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক ডা: জাহেদী হাসান রুমি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক ডা: মাকসুদ আল মাসুর আনন, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ
নেতা কামরুজ্জামান রকিসহ অন্যান্যরা।