পাবনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১০

0

পাবনা প্রতিনিধি : পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর থেকে শুক্রবার (৬ আগষ্ট) দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৭৪ জন রোগী ভর্তি রয়েছে। এক দিনে হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন ১ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে উপসর্গে মারা গেছেন ২ জন।

উপসর্গে মৃত ব্যক্তি হলেন- পাবনা সদরের টেবুনিয়ার দিরাজ প্রামানিকের ছেলে আলম প্রামানিক (৪৬), এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের উপসর্গে ঈশ্বরদীর ১ জন ও বেড়ার ১ জন মারা গেছেন।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ১ হাজার ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ০৬ শতাংশ। ১ লক্ষ ৩৬ হাজার ৯৫ জনের প্রাপ্ত ফলাফলে মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ৭১৬ জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৪ জন। সুস্থ্য হয়েছেন ৮ হাজার ৭০০ জন। প্রায় ৪ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৭ দশমিক ০০ শতাংশ। সুস্থ্যতার হার ৭৯দশমিক ১০ শতাংশ

পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: কেএম আবু জাফর জানান, সঙক্রমণ ও মৃত্যু হার কমতে শুরু করেছে। আমাদের আরও বেশি সাবধান হতে হবে। যেন আমাদের উদাশীনতার কারণে আবার করোনা সংক্রমণ বৃদ্ধি না পায়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.