শোকাবহ আগষ্ট উপলক্ষে পাবনায় চারু শিল্পীদের কর্মশালা ও চিত্রকর্ম প্রদর্শনী

0

রফিকুল ইসলাম সুইট :“ শিল্পীর কল্পনায় শোকাবহ আগষ্ট” নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙ্গালী সংস্কৃতি বিকশিত করার উদ্দেশ্যে পাবনায় চারু শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা ও চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জল ছবি, আর্কলেকি, ছাপচিত্রে নিবিড় মমতায় সবাই এঁকেছেন জাতির পিতার ছবি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীরা গ্রহণে পাবনায় নতুন এই ব্যাতিক্রম কর্মশালা ও চিত্রকর্ম প্রদর্শনী দেখতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় জমায়।

শনিবার সকাল ৯ থেকে রাত ৯ পর্যন্ত পাবনা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুর স্বাধীনতা চত্বরে এই কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বুয়েট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রিয় যুবলীগের সহ সম্পাদক প্রকৌশলী আবু রায়হান রুবেল এর পৃষ্টপোশকতায় পাবনার সচেতন তরুন সমাজের আয়োজনে এই কর্মসুচীতে উপস্থিত ছিলেন পাবনা পৌর মেয়র শরীফ উদ্দীন প্রধান, সদর উপজেলা চেয়ার¤্রান মোমারোফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য মাজহারুল ইসলাম মানিক, পাবনা জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান, সাবেক সাধারণ সম্পাদক আরমান প্রমূখ।

প্রকৌশলী আবু রায়হান রুবেল বলেন, পাবনার নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙ্গালী সংস্কৃতি বিকশিত করার উদ্দেশ্যে দিনব্যাপী এই কর্মশালা ও চিত্রকর্ম প্রদর্শনী উদ্যোগ নেয়া হয়েছে। বঙ্গবন্ধু ও বাঙ্গালী সংস্কৃতি নিবিড়ভাবে সম্পৃক্ত। পাবনার সাথে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা ছিল ব্যাপক। পাবনার মানুষের মধ্যে বাঙ্গালী শিল্প সংস্কৃতি জাগ্রত করার জন্য আমার এই আয়োজন।

 

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.