নাটোরের গুরুদাসপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহার

0

রিয়াজ হোসেন (লিটু), নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দশজন শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাইসাইকেল তুলে দিলেন নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস। আজ গুরুদাসপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ” বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কমসূচির ২০২১-২২ অর্থবছরে ২য় কিস্তিতে প্রাপ্ত বরাদ্দ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রাপ্ত বরাদ্দ গুরুদাসপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্কুল পড়ুয়া ১০জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এর পূর্বে প্রথম কিস্তিতে ৫জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছিলো।

গুরুদাসপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান প্রমুখ্য। বাইসাইকেল বিতরণ শেষে প্রধান অতিথি উপজেলার সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.