চাটমোহরে রাসেল খেলাঘরের যাত্রা শুরু

0

পাবনা প্রতিনিধি : চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ মোড়ে যাত্রা শুরু করলো খেলাধুলার সামগ্রী কেনাবেচার ব্যবসা প্রতিষ্ঠান ‘রাসেল খেলাঘর’। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈকত ইসলাম ফিতা কেটে রাসেল খেলাঘরের উদ্বোধন করেন। এর আগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন শাহী মসজিদের পেশ ইমাম কাজী আব্দুস সালাম।

উদ্বোধন অনুষ্ঠানে চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম কালু, সাবেক ভাইস চেয়ারম্যান আরোজ খান, রাসেল খেলাঘরের স্বত্তাধিকারী রাসেল শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন, খেলোয়াররা উপস্থিত ছিলেন।

চাটমোহরের কৃতি খেলোয়ার রাসেল শেখের মালিকাধানধীন এই ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া যাবে খেলাধুলার সামগ্রী, জার্সি, টাউজার, পিকনিক টি শার্ট সহ নানা সামগ্রী। উদ্বোধনী দিনে ইউএনও সৈকত ইসলাম একটি ব্যাট কিনে প্রথম ক্রেতা হিসেবে রাসেল খেলাঘরের কেনাবেচার যাত্রা শুরু করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.