পাবনায় বিশ্ব পরিবেশ দিবস পালন

0

পাবনা প্রতিনিধি : “একটাই পৃথিবী’ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় বিশ্ব পরিবেশ দিবস পালন হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজন জেলা প্রাশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাশাসকের সেমিনার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রাশাসক আফরোজ আক্তার, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন প্রমুখ।

বক্তারা বলেন, পৃথিবীর ঢাল হিসেবে কাজ করে গাছ। তাই প্রতিনিয়ত গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে।পরিবেশের চারপাশ পরিষ্কার রাখতে হবে। তাহলেই আমাদের জীবন মান উন্নত হবে। দেশের উন্মুক্ত জলাশয় গুলো রক্ষা করতে হবে, নদীতে ময়লা আবর্জনা ফেলা যাবে না। নদী কে বাঁচাতে হবে।বাঁচাতে হবে পৃথিবী।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.