অপরকিল্পতিভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে পাবনার নাজিরগঞ্জে মানববন্ধন

0

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জের পদ্মা নদী থেকে অপরকিল্পতিভাবে বালু উত্তোলন বন্ধের দাবেিত মানববন্ধন করেছে কয়েক গ্রামের নদী পাড়ের মানুষ।

শুক্রবার সকালে উপজেলার নাজরিগঞ্জ ইউনয়িনরে বড়খাঁপুরে পদ্মা নদীর পাড়ে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, পাবনার এক সাবেক পুলিশ কর্মকর্তা ও সুজানগর উপজেলা চেয়ারম্যানের ছত্রছায়ায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার প্রভাবশালী কয়েক ব্যাক্তি নাজিরগঞ্জের মালিফা, কামারহাট, নাজিরগঞ্জ বোরখাপুর, বুলচন্দ্রপুর, খলিলপুর, হাসামপুর এলাকায় পদ্মা নদী থেকে অপরকিল্পতিভাবে বালু উত্তোলন করছে। ফলে ওই সব গ্রামের শত শত বিঘা ফসলি জমি ও বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরো শত শত বিঘা ফসলি জমি ও বসত ভিটা। এখনই বালু উত্তোলন বন্ধু না করলে হুমকির মুখে থাকা ফসলী জমি ও বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে দাবী এলাকাবাসী।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.