পাবনায় এলজিএসপি’র কর্মশালা অনুষ্ঠিত

0

রফিকুল ইসলাম সুইট : পাবনায় লোকাল গর্ভন্যান্স প্রজেক্ট-৩ এর অগ্রগতি ও অর্জন অবহিত করণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীর সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার ৬০ ব্যাক্তি অংশ গ্রহন করেন। স্থানীয় সরকার পাবনার উপপরিচালক আফরোজা আখতার এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
কর্মশালায় মুল বিষয় উপাস্থান করেন পাবনা স্থানীয় সরকার বিভাগের এলজিএসপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো. আশরাফুল ইসলাম।
কর্মশালায় অংশ গ্রহন করেন, পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শিমুল আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, শিক্ষাবিদ মীর্জা শামসুল ইসলাম, পাবনা প্রেস ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা রাশেদুল কবীর, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট প্রমূখ ।

জানাযায়, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার লক্ষে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে এলজিএসপি-৩ এর আওতায় দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.