পাবনার পারচিথুলিয়ায় ১ কোটি ৩ লক্ষ টাকার একটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

বর্তমান সরকার সড়ক যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে- এমপি গোলাম ফারুক প্রিন্স

0

পাবনা প্রতিনিধি : পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, বর্তমান সরকার সড়ক যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। দেশের আনাচে কানাচে আজ কোন রাস্তা অনন্নুত নেই। বৃহস্পতিবার দুপুরে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পারচিথুলীয়া আর এইচ ডি একদন্ত জিসিএম ভায়া ধর্মগ্রাম রাস্তা মেরামত কাজের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় বক্তব্য কালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন,সড়ক যোগাযোগের পাশাপাশি রেলকেও বিশেষ গুরুত্ব দিয়েছে আমাদের সরকার। এই বিভাগকে চারটি অঞ্চলে ভাগ করে এর দ্রুত উন্নতি সাধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনাও দিয়েছেন। রেলকে চারটি বিভক্তিতে ভাগ করা হলে এর দ্রুত উন্নতি সম্ভব হবে। এমপি প্রিন্স আরো বলেন,দেশের এমন উন্নয়ন দেখে মানুষ এখন বিশ্বাস করে সরকার ও দেশ সঠিক পথেই আছে। উন্নয়নের সাফল্যধারায় বাংলাদেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে অনুসরণ করছে। সরকারের দূরদর্শিতা ও দক্ষ নেতৃত্বে উন্নত রাষ্ট্রের কাতারে যাওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই উন্নয়নের একটি পরিষ্কার ও স্থিতিশীল পথে আছে।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আতিয়ার রহমান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাস্টার, আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া,যুবলীগ নেতা রফিকুল ইসলাম বকুল,জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন,ছাত্রলীগ নেতা মানিক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদ আলী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.