পাবনার সুজানগরে আওয়ামী লীগ অফিসে বিএনপির হামলা, ভাংচুর, গ্রেপ্তার ১

0

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার আমিনপুরের রানীনগর ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে বিএনপি নেতাকর্মিদের বিরুদ্ধে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, গেল সোমবার রাতে আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বসে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। এসময় স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব এবিএম তৌফিক হাসানের নেতৃত্বে একদল বিএনপি নেতা কর্মী আওয়ামী লীগ অফিসে বসে থাকা নেতৃবৃন্দদের গালিগালাজ করতে থাকে। আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের বাঁধা দিলে বিএনপির নেতা কর্মীরা ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে বসে থাকা নেতৃবৃন্দের উপর হামলা চালিয়ে অফিস ভাংচুর করে। এসময় হামলাকারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং অফিসের আসবাবপত্র ভাংচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় রানীনগর বৃমালঞ্চী বেলতলা গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন গাজী বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনাম ২০ থেকে ২৫ জনকে আসামী করে আমিনপুর থানায় মঙ্গলবার মামলা দায়ের করেছে।

এ ঘটনার বিষয়ে স্থানীয় বিএনপির সভাপতি-সম্পাদকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ থাকায় মতামত নেয়া সম্ভব হয়নি। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জামেল হক জানান, মামলা দায়েরের পরে পুলিশ অভিযান চালিয়ে বিপ্লব সরদার (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে। ওসি আরো জানান, বিপ্লব এজাহার নামীয় আসামী। অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.