নীলফামারী ডোমারে আশ্রম ও দূর্গা মন্ডবের ভিত্তিপ্রস্তর স্থাপন
সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় দূর্গা মন্ডব ও আশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার প্রতিষ্ঠান দু’টির পরিচালনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। দুপুরে মাহিগঞ্জ মা কালি মন্দির সংলগ্ন স্থানে দূর্গা মন্ডবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় হিন্দু বৌদ্ধ্য খিষ্টান ঐক্য পরিষদের ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ মুখোপাধ্যায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমর জিৎ সিংহ, সাধারণ সম্পাদক প্রদিপ কুমার অধিকারী, কোষাধ্যক্ষ জীবনান্দ রায় জীবন, সদস্য হরিকান্ত রায়, পুরোহিত দয়াল চন্দ্র ঝাাঁ প্রমূখ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০ টার দিকে পশ্চিম বোড়াগাড়ি রাজপাড়া এলাকায় চৈতন্য মহাপ্রভু বিগ্রহ আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সে সময় সভাপতি হিরাম্ব কুমার রায়সহ পরিচালনা কমিরি অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।