নীলফামারীতে আশ্রয়হীন ১২৫০ পরিবারের স্বপ্ন পূরণ

0

সত্যেন্দ্র নাথ রায়,নীলফামারী প্রতিনিধি: জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে গৃহ ও ভূমিহীন ১২৫০ পরিবারের মিলবে প্রধান মন্ত্রী প্রতিশ্রুত স্বপ্নের ঘর। জেলার ৬টি উপজেলায় ১২৫০টি পরিবারের জন্য জমি বরাদ্দ দেয়া হয়েছে ২১একর ৭০ শতক। ২কক্ষ বিশিষ্ঠ সেমিপাকা ঘরগুলোতে , একটি – টয়লেট , একটি রান্নাঘর ও ইউটিলিটি স্পেস রয়েছে । ৩৯৪ বর্গফুটের প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় হয়েছে ১লক্ষ ৯০হাজার টাকা। ২য় পর্যায়ে নীলফামারী জেলায় ১২৫০টি ঘরের মধ্যে নীলফামারী সদর উপজেলায় ২২০টি, কিশোরগঞ্জ উপজেলায় ১৭০টি, সৈয়দপুর উপজেলায় ৬০টি, ডোমার উপজেলায় ৩০০টি, জলঢাকা উপজেলায় ৩০০টি ও ডিমলা উপজেলায় ২০০টি গৃহ পাবে ভূমি ও গৃহহীন পরিবার। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম বলেন, সরকারী খাস জমিগুলো ভূমিদস্যুদের কাছ থেকে উদ্ধার করতে একটু সময় লেগেছিল।

এছাড়া নিয়ম মেনেই ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম বলেন, প্রকৃত আশ্রয়হীন পরিবার বেছে বেছে তাদের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, নির্মিত গৃহ সমুহে বিদ্যুৎ সংযোগ ও টিউবয়েল স্থাপন করা হয়েছে। ১১ হাজার ২৮৫টি তালিকা ভূক্ত পরিবারের মাঝে প্রথম পর্যায়ে ৬৩৭টি পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে। ২য় পর্যায়ে ১২৫০টির মধ্যে নির্মান কাজ শেষ হওয়া ১০১০টির চাবি ও জমি হস্তান্তর করা হবে ২০জুন, রবিবার সকাল সাড়ে ১০টায় সারাদেশে এক যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিক উদ্ধোধনের পর নীলফামারীতে সুবিধা ভোগীদের মাঝে ঘরের চাবি ও সনদ পত্র হস্তান্তর করা হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.