ডোমারে বাবু ভোলানাথ রায়ের শোক ও স্মরণ সভা
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : ডোমার হরিনচড়া ইউনিয়নের শালমারায় গুনী ব্যাক্তি বাবু ভোলানাথ রায়ের শোক ও স্মরণসভা আয়োজন করা হয়েছে। ২৪ শে সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ হরিণচড়া ক্ষত্রিয় সমিতি আয়োজনে শালমারা নীলাহাটি দুর্গা মন্ডবে প্রাত্তন প্রধান শিক্ষক বাবু জগদিশ চন্দ্র রায়ের সভাপত্তিত্বে শোক ও স্মরন সভার আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে মানুষের ঢলনামে।
সেখানে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা রাম রায়, সাধারন সম্পাদক মৃনার কান্তি রায়। ডোমার উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক রামকৃষ্ণ বর্মন, নীলফামারী জেলা জজ কোর্ট এর আইন জিবি এ্যাড,আজাহারুল ইসলাম। হাইকোর্ট এ্যাড, ধীরেন্দ্র নাথ রায়।ক্ষত্রিয় সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি গোড়াচাঁদ অধিকারী সহ রংপুর বিভাগের,হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদ,পুজা উদযাপন পরিষদ,ক্ষত্রিয় সমিতির ৮ জেলার নেতা নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন,সোনরায় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিনচড়া,আজিজুল ইসলাম, লক্ষীচাপ, আমিনুর ইসলাম।
স্মরণ সভার সুচনা লগ্নে গীতাপাঠ দারা শুরুকরা হয়। বাবু ভোলানা সহ ইউনিয়নের ইতি পুর্বে প্রয়াত ব্যক্তিদের জন্য ১মিনিট নিরবতা পালন।ভোলাবাবুর কর্মময় জীবনের সৃতি বিজরিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হরা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডোমার উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপকুমার মুখোপাধ্যায়।