কুড়িগ্রামে কমেনি ঠান্ডার প্রকোপ ও মানুষের দুর্ভোগ

0

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে টানা ৪ দিন ধরে তাপমাত্রা বাড়তে থাকলেও কমেনি ঠান্ডার প্রকোপ ও মানুষের দুর্ভোগ। গত ৫দিনে তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। স্থানীয় আবহাওয়া অফিস বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু সকাল থেকে ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে দুর্ভোগ কমেনি । সুর্য ওঠার পর আলোর মুখ দেখা গেলেও তাপমাত্রা ততটা তীব্র না হওয়ায় ঠান্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। এ অবস্থায় দিনমজুর ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন সবচেয়ে বেশী কষ্টে পরেছে।

এদিকে কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ আব্দুর রশীদ জানান, শতকরা ৫০ভাগ বোরো রোপনের কাজ চলমান রয়েছে। ঠান্ডার কারণে কিছুটা বিলম্বিত হলেও আবহাওয়ার উন্নতি হওয়ায় এখন আর কোন সমস্যা হবে না। রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ইনচার্জ আনিছুর রহমান জানিয়েছেন, তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকবে। দুএকদিনের মধ্যে জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.