নীলফামারীতে আগুনে পুরলো ১৬বসত ঘড়

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ৬ পরিবারে আগুনে পুরলো ১৬ বসত ঘড়। ১৬ ই ফেব্রুয়ারী বুধবার বিকাল পাঁচ ঘটিকার সময় পলাশবাড়ী ইউনিয়নের নটখানাগ্রামের দাসপাড়া নামক স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ওই গ্রামের কালু রামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সুত্রপাত হয়ে তরিৎ গতিতে আগুন ছরিয়ে পড়ে এলাকার প্রত্যক্ষ দর্শীরা জানান।নীলফামারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার জানান,দ্রুত ঘটনা স্থলে পৌঁছতে পারার কারনে

অল্পসময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘড়ের মালামাল, আসবাব পত্র পুড়ে ছাই হয়ে গেছে, পরিবার গুলোর, আনুমানিক ক্ষতি পরিমাণ প্রায় ১৪ লক্ষ্য টাকা। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন সন্তান নিয়ে খোলা আকাশে পলিথিনের তাবুটেনে বসবাস করছে। ঘটনার পরে নীলফামারী দুই আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান পক্ষে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান,এমপির ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম, ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের মাঝে দুই হাজার করে টাকা, দুইটি করে কম্বল বিতরণ করেন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতি পরিবারের মাঝে তিন হাজার করে টাকা দুইটি করে কম্বল, চাল, ডাল, তেল, শুকনো খাবার সহ বিতরণ করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.