স্বাস্থ্য-সাংবাদিকতায় মূল ঘটনা যাচাই ও তথ্যের সত্যতা নিরূপণ কৌশল বিষয়ক কর্মশালা

Capacity Building Training on "Fact-Checking and Verification Techniques on Health-Journalism"

0

নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়ে অন্তর্দৃষ্টিসম্পন্ন প্রতিবেদন প্রস্তুত করতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় আজ ১৬ এপ্রিল ২০২২ শুরু হলো দুইদিন ব্যাপী স্বাস্থ্য-সাংবাদিকতায় মূল ঘটনা যাচাই ও তথ্যের সত্যতা নিরূপণ কৌশল বিষয়ক কর্মশালা।

বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস এর বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত দুইদিন ব্যাপী উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদুল করিম (পিপিএম সেবা)।

কর্মশালার শুরুতে বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এএইচএম বজলুর রহমান এই কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য, আলোচ্য বিষয়সমূহ তুলে ধরেন। দ্রæত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ, এর বহুমুখী প্রভাবের গতি ও সাবলীলতা এবং সুযোগ-সুবিধাসমূহ তুলে ধরেন পাশাপাশি নতুন নতুন বিষয়ে নিজেদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাভিশনের রংপুর ব্যুরো চীফ জনাব জুয়েল আহমেদ উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানান এবং আশা করেন যে এই প্রশিক্ষণ সাংবাদিকদের জন্য তথ্য-যাচাই বাছাই ও পরীক্ষার কৌশল সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জনে সহায়তা করবে, যা শুধু স্বাস্থ্য নয়, অন্যান্য সকল বিষয়ে তথ্য যাচাই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথির বক্তব্যে রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদুল করিম (পিপিএম সেবা) বলেন, যে তথ্যের সত্যতা যাচাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ভুল তথ্য, অপতথ্য ও তথ্যের বিকৃতি রোধের জন্য তথ্যের সত্যতা যাচাই করে শুধু করোনা মহামারী প্রতিরোধই নয় সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারি। তিনি বিএনএনআরসি এর এই উদ্যোগকে তিনি অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন এবং কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন জেলার অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত কর্মশালায় রংপুর বিভাগের ৮টি জেলার জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেল এর মোট ২৪ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। কর্মশালাটির উদ্দেশ্য হলো, স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বস্তুনিষ্ঠ, অন্তর্দৃষ্টিসম্পন্ন এবং প্রভাব বিস্তারকারী সংবাদ তৈরি, প্রকাশ ও প্রচারে কর্মরত সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি। পাশাপাশি নিরপেক্ষ এবং ভারসাম্যপূর্ণ স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তৈরিতে তথ্য যাচাই-বাছাই এবং উপস্থাপনে আধুনিক কলাকৌশল বিষয়ক জ্ঞান ও দক্ষতা অর্জন এবং অনুশীলনে সাংবাদিকদের উৎসাহিত করা।

কর্মশালায় মূলত বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতা; সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা; স্বাস্থ্য-প্রতিবেদনে ভুল তথ্য, অপতথ্য ও গুজবের প্রতিরোধ ও মোকাবিলা; স্বাস্থ্য-সাংবাদিকতায় বিশ^স্ত তথ্য সূত্র বা উৎস এবং তথ্য যাচাই এর কৌশল ও মাধ্যমসমূহ; বাংলাদেশের প্রেক্ষাপটে তথ্য যাচাইকরণ ও প্রতিবেদনে স্বাস্থ্য-ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনা করা – ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার এই বিভিন্ন বিষয়গুলোর ওপর আলোচনা করেন জনাব আবু রুশ্দ মো. রুহুল আমীন, সিনিয়র নিউজ এডিটর, বাংলাভিশন টেলিভিশন, ঢাকা।

আশা করা হচ্ছে উক্ত কর্মশালা থেকে সাংবাদিকগণ নিরপেক্ষ এবং ভারসাম্যপূর্ণ স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তৈরিতে তথ্য যাচাই-এর ক্ষেত্রে আরো বেশি সচেষ্ট এবং সংবেদনশীল হবেন। পাশপাশি প্রতিবেদনের তথ্য-উপাত্ত উপস্থাপনে আধুনিক কলা-কৌশল ব্যবহারে উৎসাহী হবেন।

উল্লেখ্য বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যমের দ্রæত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন ।

বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ডেভেলপমেন্ট এর ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ও জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিল-এর বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার- ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০ এবং ২০২১ এর বিজয়ী এবং চ্যাম্পিয়ন।

Capacity Building Training on “Fact-Checking and Verification Techniques on Health-Journalism”

Bangladesh NGO’s Network for Radio and Communication (BNNRC) is organizing a two-day-long workshop at the Begum Rokeya Auditorium, RDRS, Rangpur on Fact-Checking and Verification Techniques on Health Journalism for an in-depth reporting on important and complex health issues to enhance the professional skills of journalists with the support of The Asia Foundation on 16 & 17 April 2022. Today is the first day of this training program.
Mr. Md. Mehedul Karim, ppm-Seba, Additional Police Commissioner, Rangpur Metropolitan Police was present as the Chief Guest at the inaugural session of the workshop. He said in his speech that Fact-Checking is very important we are going through the pandemic Covid-19 under the situation for countering misinformation and disinformation authentication or fact-checking of the information is very crucial. BNNRC has undertaken a very timely initiative. The hope the journalists in different districts of the Rangpur Division will be benefitted from the training.

In the inaugural session AHM Bazlur Rahman, CEO of BNNRC outlined the aims, objectives and topics of the workshop. He highlights the challenges of fast-changing realities, the speed and flexibility of its multifaceted impact and the opportunities it offers, as well as the importance of building one’s capacity on new topics.

Mr. Md. Jewel Ahmed, Rangpur Bureau Chief, Banglavision welcomed the journalists and hoped that the training will provide in-depth knowledge about Fact-Checking and Verification Techniques for the journalist not only on health issues but also support them in all other issues.
The purpose of the workshop is to enhance the capacity of journalists to create and publish objective, insightful and influential news on health management; Encourage journalists to acquire knowledge and skills in modern techniques in data verification and presentation in creating neutral and balanced health reports. A total of 24 journalists of the Rangpur Division working with national dailies, online news portals, and television channels are participating in the workshop.

At the beginning of the training Mr. Abu Rushd Md. Ruhul Amin, Senior News Editor, Banglavision, Dhaka, is facilitating the training program. The training workshop focuses on health journalism in the current context; reliable sources of information in health journalism; information verification techniques and media monitoring techniques for misinformation, disinformation, and mal-information in health reporting published through social media; and, promoting health governance in Bangladesh.

It is hoped that the workshop will enable journalists to be more diligent and sensitive in verifying information to produce impartial and balanced health reports. Besides, the journalists will be encouraged to use various modern techniques in presenting the data collected for the report. BNNRC is in Special Consultative Status with the Economic and Social Council (ECOSOC) accredited with World Summit on the Information Society (WSIS), SDGs Media Compact of the United Nations, and UN WSIS prize winner 2016, Champion 2017, 2019, 2020, and 2021. BNNRC’s approach to media development is both knowledge-driven and context-sensitive, and it takes into account the challenges and opportunities created by the rapidly changing media environment in the era of the Fourth Industrial Revolution.

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.