ডোমারে ৩ শতাধিক পরিবারের মাঝে নগদে অর্থ খাদ্যসামগ্রী বিতরণ

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে প্রতিবন্ধীসহ তিন শতাধিক অসহায় দরিদ্র পরিবারের হাতে নগদে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে ডোমার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশন দরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হকের সভাপতিত্বে ডোমার পৌর সভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আল আমীন রহমান, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান সোহাগ, লুৎফল হকের ছেলে আনিছুল হক গোল্ডেন বক্তব্য রাখেন। প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশন সমাজের অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য, নগদ অর্থসহ বিভিন্নভাবে সহায়তা করে আসছে। এছাড়াও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.