বিশিষ্ট খেলোয়াড় আলতাফ হোসেন, ফয়জার রহমান,দুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

মোঃ আসাদুল্লাহ আল গালিব,দিনাজপুর প্রতিনিধি-‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,মাদক ছেড়ে খেলতে চল’-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের উত্তরের বৃহত্তর জেলা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শান্তিবাজারে বিশিষ্ট খেলোয়াড় আলতাফ হোসেন, ফয়জার রহমান,দুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪,জানুয়ারি) বিকেলে উপজেলার শান্তিবাজারের দক্ষিণ পাশে হাই উল-উলুম দাখিল মাদরাসা সংলগ্ন জমিবাড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টটিতে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল। জনগণকে মনমাতানো খেলা দেখিয়ে যেদুটি দল ফাইনালে করলো তারা হলো কালিগঞ্জ ফুটবল একাদশ ও দিনাজপুর ফুটবল একাডেমি।

খেলায় ৮০ দশকের বিশিষ্ট খেলোয়াড় আলহাজ্ব ওহেদ শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী জত্যিষ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং অমরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হেলাল সরকার, নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ কাজী ইকবাল হোসেন।

এছাড়াও ৯নং ভিয়াইল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রাজ্জাক শাহ্ সহ সকল গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ে হাজারো দর্শককে মনমাতানো খেলা দেখিয়ে দিনাজপুর ফুটবল একাডেমি ২ – ০ গোলে কালিগঞ্জ ফুটবল একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে অতিথিরা দুই দলকে ট্রফিসহ চ্যাম্পিয়ন দলের হাতে প্রথম পুরষ্কার গরু এবং রানার্স আপ দলের হাতে দ্বিতীয় পুরষ্কার খাসি তুলে দেন। পরিশেষে চিরিরবন্দরের ৭০ ও ৮০ দশকের সেই বিশিষ্ট খেলোয়াড়দের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.