পাবনা প্রতিনিধি : ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সর্ব্বোচ্চ গোলদাতাকে ঘোড়া উপহার দেওয়া হয়েছে। এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর মিশন মাঠে। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দল মাজদিয়ার পিকে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ানের হাতে ঘোড়াটি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
এছাড়াও বিজয়ী ও বিজিত দলকে এলইডি টেলিভিশন উপহার দেয়া হয়। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে গোকুল নগর যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিদোলন বিশ্বাস।
এছাড়া সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদা মুনতাসির প্রমূখ উপস্থিত ছিলেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী সরকার। ফাইনাল খেলায় ট্রাইবেকারে পিকে স্পোর্টিং ক্লাব মাজদিয়া ২-১ গোলে গোকুলনগর শিশিরহাট স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব রোকন হোসেন।
মাজদিয়ার পিকে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, খেলায় ঘোড়া উপহার একটা ব্যতিক্রমী ঘটনা। আমার আনন্দকে অন্য মাত্রা দিয়েছে। সবাই খুব খুশী। চেষ্টা করবো উপহারের ঘোড়াটিকে যত্নে রাখার।