নিজস্ব প্রতিনিধি : পাবনায় ৪র্থ আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্টে ফ্রেন্ডস ইউনাইটেডের ১৩২ রানের বিশাল জয়।
আজকের খেলায় মুখোমুখি হয়েছিল ফ্রেন্ডস ইউনাইটেড এবং তুফান স্মৃতি সংঘ।
টসে জিতে তুফান স্মৃতি সংঘ ফ্রেন্ডস ইউনাইটেড কে ব্যাটিংয়ে পাঠায়। আগে ব্যাট করতে নেমে ফ্রেন্ডস ইউনাইটেড এর আসিকুল ৬৮, সজিব ৩৬ ও অয়নের ২৭ রানের সুবাদে ১০ উইকেট হারিয়ে ৪২.৩ অভারে ১৮৮ রান সংগ্রহ করে। এদিকে তুফান স্মৃতি সংঘের হয়ে বল হাতে রাজা ৪ ও ইমন ৩ টি করে উইকেট নেন।
১৮৯ রানের লক্ষে ব্যাট করতে নেমে তুফান স্মৃতি সংঘ ১০ উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ৫৬ রান করেন। ব্যাট হাতে তুফান স্মৃতি সংঘের শুভো , মেঘ ৬১ রান ও দিপ্ত ৩৫ করেন। এদিকে বল হাতে ফ্রেন্ডস ইউনাইটেড এর মাহফুজ ৩, সজিব ২ ও আসিক ২টি করে উইকেট নেন।
আজকের খেলায় ফ্রেন্ডস ইউনাইটেড ১৩২ রানে জয় লাভ করে।
ম্যাচ সেরা হয়েছেন ফ্রেন্ডস ইউনাইটেডের আসিকুল।