কাপ্তাই নারানগিরিতে বিজয় দিবস ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন

0

মাহফুজ আলম,কাপ্তাই (রাঙামাটি) থেকে: রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ঐতিহ্যবাহী নারানগিরি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বিজয় দিবস উপলক্ষে টুর্নামেন্টের এ খেলাটি গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। লীগ সিস্টেম ফুটবল টুর্নামেন্টে ৭টি দল অংশ গ্রহন করেন।

প্রায় ১৫ দিন পর ফাইনাল খেলার মধ্যে দিয়ে গতকাল বিকেলে শেষ হয়। ফাইনাল খেলা নারানগিরি অটোরিকশা সমিতি একাদশ বনাম রাইখালী বাজার একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ৩-১ গোলে রাইখালী বাজার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নারানগিরি অটোরিকশা সমিতি একাদশ।

এ ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন মো হানিফ, বিজয় দিবস ফুটবল টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ডাঃমংসাথোয়াই চৌধুরী- পাভেল, নারানগির ড্রাগন স্পোর্টিং ক্লাবের মংবাথুই মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাবেক জাতীয় ফুটবলার ও রাঙ্গামাটি জেলা পরিষদের অন্যতম সদস্য বরুণ বিকাশ দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান এবং বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

খেলায় সর্বিক সহযোগিতায় ছিলেন, সাবেক ফুটবলার এনামুল হক ও অশোক কান্তি দে,।জেলা পরিষদ সদস্য ক্যওসিংমং, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কামাল, সাবেক জাতীয় ফুটবলার বিপ্লব মারমা, ডাঃ প্রবীর খুয়াং হেডম্যান উসুয়ে চৌধুরী মিশুক, ক্রীড়া সংগঠক বিজয় মারমা প্রমূখ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.