সাথীর হ্যাট্টিকে জেএফএ অ-১৪ মহিলা ফুটবলে সাতক্ষীরার দাপুটে জয়

0

রিজাউল করিম সাতক্ষীরা : সাতক্ষীরায় জেএফএ অ-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ -২০২২ এর আঞ্চলিক প্রাথমিক পর্বের প্রথম খেলায় সাতক্ষীরা জেলা দল দাপুটে জয় পেয়েছে। সাথীর হ্যাট্টিক ও শামীমার জোড়া গোলে তারা বাগেরহাট অ-১৪ মহিলা ফুটবল দলকে ৭-১ গোলে পরাজিত করেছে। মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় খেলাটি অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধের শুরুতে সাতক্ষীরা অ-১৪ জেলা মহিলা ফুটবল দলের মহুর মহুর আক্রমণে বাগেরহাটের রক্ষনভাগ দুমড়ে মুচড়ে যায়। সাতক্ষীরা প্রথমার্ধেই ১১ নাম্বার জার্সিধারী সাথীর হ্যাট্টিক ও ১০ নাম্বার জার্সিধারী শামীমার জোড়া গোলে ৫-০ তে এগিয়ে যায় বাগেরহাট অ-১৪ মহিলা ফুটবল দলের বিপক্ষে। উভয় দলের প্রথমার্ধে আর কোন অঘটন না ঘটায় সাতক্ষীরা দল ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতীতে যায়।

বিরতী থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতে বাগেরহাট জেলা অ-১৪ মহিলা ফুটবল দল কিছুটা রক্ষণাত্মক খেলতে থাকে। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেটা আর ধরে রাখতে পারে না বাগেরহাট দল। উল্টো ১০ মিনিটের মাথায় ৮ নাম্বার জার্সিধারী অঞ্জনার গোলে দলকে ৬-০ এগিয়ে নিয়ে যায় সাতক্ষীরা জেলা অ-১৪ মহিলা ফুটবলাররা। এর কিছুক্ষণের মধ্যেই বাগেরহাট জেলা দলের হয়ে কুলসুম একটিমাত্র গোল করে। ফলে সাতক্ষীরা ৬-১ বাগেরহাট গোলে খেলা চলতে থাকে। খেলার ঠিক অন্তিম মূহুর্তে বাগেরহাটের জেলা দলের রক্ষনভাগের খেলোয়াড়ের পায়ে বল লেগে গোলপোস্টের মধ্যে টুকে যায়। ফলে সাতক্ষীরা জেলা দল ৭-১ গোলে এগিয়ে থেকে বাগেরহাট জেলা অ-১৪ মহিলা ফুটবল দলকে হারিয়ে বিজয় অর্জন করে।

এর আগে সাতক্ষীরার আঞ্চলিক প্রাথমিক পর্বের জেএফএ অ-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ – ২০২২ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক পত্মী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেসমিন জাহান।

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার পত্মী ও মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাদিয়া আফরোজ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী, যুগ্ম-সাধারণ সম্পাদক জেসমিন আক্তার চন্দন, ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায়, মমতাজ বেগম, জ্যোৎস্না দত্ত।

এছাড়া সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, সাজেক্রীস নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইকবাল কবীর খান বাপ্পী, ডিএফএর আতিকুর রহমান ছোট্টু, হারুন খান, কোষাধ্যক্ষ শেখ মাসুদ আলী প্রমূখ। জেএফএ অ-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে সারাদেশে মোট সাতটি ভেন্যূতে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। চলবে আগামী ২২ মার্চ পর্যন্ত। সাতক্ষীরার ভেন্যূতে সাতক্ষীরাসহ, বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলা অ-১৪ মহিলা ফুটবল দল অংশগ্রহণ করছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.