অভিমান অভিলাষে মৌন মগ্ন প্রহর/ কাজী আতীক
অভিমান অভিলাষে মৌন মগ্ন প্রহর/ কাজী আতীক এক গন্তব্যহীন যাত্রায়ও কেনো পথ হারাবার ভয়? যখোন হৃদয় নগ্নি পথে, চলা কেনো সুখ স্মৃতি নয়? কেনো এক দহন যন্ত্রনায় মতো পোড়ে পোড়ে সময় বলে- একান্ত ভেবেছো যে পথ এ সময়ও তোমার নয়! অথচ- যেখানে…