সাহিত্য ও সংস্কৃতি স্পর্শের অনুভবে – ইসমাইল হোসেন মন্ডল বিডি২৪ভিউজ ডেস্ক আগস্ট 9, 2021 0 স্পর্শের অনুভবে -ইসমাইল হোসেন মন্ডল তুমি স্পর্শ করলেই জেগে উঠি আদিগন্ত জেগে ওঠে গ্রীবা কেঁপে ওঠে বুকের উন্মাতাল তাঁবু তৃষ্নায় আন্দলিত অরন্যের ভূমি। প্রবিদ্ধ হতে চায় শিকারী উষ্ণতায় কলম্বাসের হাতে মহা সানুদেশ…