শেরপুরে বীজ আলুর বাম্পার ফলন, চাষীর মুখে হাঁসি

0

ইউসুফ আলী মন্ডল,নকলা , শেরপুর :  শেরপুর জেলায় এবার বীজ আলুর বাম্পার ফলন হয়েছে। বিএডিসির আওয়তাভুক্ত শেরপুর সদরে ৪৪১ একর জমিতে রোপন করা হয়েছিল বীজ আলু। সেখানে লক্ষমাত্রা ধরা হয়েছে ২৩শ টন, উৎপাদন হবে এর চেয়ে অনেক বেশি। নকলা উপজেলায় বিএডিসির প্রতিটি ব্লকে আলুর আবাদ ভালো হওয়ায় চাষীর পাশাপাশি শ্রমিক ও ঘোড়ার গাড়ির মালিকরাও কাজ করতে পেরে খুশি হয়েছে। এ উপজেলায় বিএডিসির তথ্যানুযায়ী লক্ষমাত্রা ধরা হয়েছিল ৩শ ৫০ একর জমিতে ১৬শ টন। উৎপাদন হয়েছে ২২শ ৫০ মেট্রিকি টন। বীজ আলু উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়ে বাস্তবে উৎপাদন হচ্ছে অনেক বেশি। বিএডিসির পক্ষ থেকে বীজ আলু চাষীদের প্রশিক্ষণ কীটনাশক সরবরাহ কৃষিঋণ প্রদান করা হয়েছে। শেরপুর খাবার আলুসহ বীজ আলু এবার বাম্পার ফলন হওয়ায় ও বাজার মুল্য বেশি থাকায় চাষীরা অনেক খুশি। নকলার চাষীদের সুবিধা হলো উৎপাদন করা আলু নকলাতেই বিক্রি করছেন বিএডিসিতে । শেরপুরের চাষীরা শেরপুর হিমাগারেই বিক্রি করতে পারছেন। বীজ আলু উৎপাদনের জন্য শেরপুরের মাটি সারাদেশেই সমাদৃত। সেজন্য আলু চাষীরা বালাইনাশক ও সার বীজ পেয়ে বিএডিসির প্রতি আগ্রহী হয়ে উঠছে। নকলার উপ-পরিচালক রফিকুল ইসলাম, শেরপুর উপ-পরিচালক খলিলুর রহমান অত্যন্ত পরিশ্রম করে কৃষকদের পরামর্শ দেন বিধায় আগ্রহী হয়ে নারী পুরুষ আলু চাষে ঝাপিয়ে পরেছে। বিএডিসি সূত্র জানায়, শেরপুর নকলায় উৎপাদিত আলু এবার বিদেশেও রপ্তানি হবে।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.