খুটি বিহীন বিদ্যুৎ লাইনে একযুগ পার

0

ইউসুফ আলী মন্ডল , নকলা, শেরপুর : শেরপুরের নকলা পৌরসভায় ২নং ওয়ার্ডের শতাধিক বিদ্যুৎ গ্রাহক মারাত্বক দুর্ভোগে পড়েছে। নকলার গড়েরগাও, ধুকুরিয়া এক কিলোমিটারের মধ্যে শতাধিক বাড়ি ২০০৮ সালে তাদেরকে দেওয়া হয়। নকলা বিদ্যুৎ সরবরাহ বিভাগ থেকে বিদ্যুৎ সংযোগ লাইন। প্রত্যেক গ্রাহক বৈধ মিটার বসিয়ে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও তাদের একটি খুটিও বরাদ্দ করা হয়নি। গাছের ডালে বাশের ঝাড়ে পুকুরে, আবাদী জমির উপর দিয়ে, ছড়িয়ে ছিটিয়ে আছে বিদ্যুতের তার। তারা জানালেন, দুঃখের কথা। তাদের ছেলে মেয়ে নিয়ে মুরগীর খামার, গরুর খামার, সেচপাম্পে যখন বিদ্যুৎ ব্যবহার করতে যান তখনই বিদ্যুতারিত হওয়ার সম্ভবনা দেখে আতঙ্ক হয়ে পড়েন। এ প্রসঙ্গে উপজেলা আবাসিক প্রকৌশলী বিউবো নকলা ছুরহাব আলীকে প্রশ্ন করলে তিনি বলেন, ময়মনসিংহ থেকে ঠিকাদার খুটির ব্যবস্থা করবে আমার কিছু করার নেই।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.