অবহেলায় অটিস্টিক শিশু ও অটিজমদের জীবন
ইউসুফ আলী মন্ডল , নকলা, শেরপুর থেকে : শেরপুর জেলার নকলা উপজেলায় বাংলাদেশ সরকারীর সমাজ কল্যাণ অধিদপ্তরের আওতায় অটিজম ভাতা ভোগীর সংখ্যা ৫ হাজার এদের মধ্যে আরোযারা রয়েছে তা ভাতা ও সুরক্ষায় পরিধি বাড়াতে কোন উদ্যোগ নেই কোন শিক্ষা প্রতিষ্ঠান বান্ধন প্রতিষ্ঠানের ২ এপ্রিল শুকবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস থাকা সত্যেও নকলায় পালন করা হয়নি এই দিবসটি বেসরকারী উদ্যোগে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের নামে ১৪৭ জনের ভাতা ছাড় কারা হলেও কোন স্কুল সমাজসেবা অফিস মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সরকারী প্রশাসন কোন উদ্যোগই নেয়নি। এবার দিবসটির প্রতিপাদ ছিলও” মহামারিত্তোর বিশ্বে ঝুঁকি প্রসমন কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ” ভাতা ভোগী ৫ হাজার বাইরে আরো ১০ হাজার মোট ১৫ হাজার অটিজম বৃদ্ধ শিশু , ছাত্রকার ও জন্য কোন উদ্যোগই গ্রহণ করেনি কেও। এসকল অটিস্টিক শিশু ও প্রতিবন্ধীদের জন্য মা, বাপের ভাচুয়ালী কাজ করার পরামর্শ দেওয়াউচিত । প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অটিজমের প্রতিক হিসাবে নীল রং ব্যবহার করার নিয়ম থাকলেও কোন প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় এগুলোর কোন উদোগই নেননি ।