সিরাজগঞ্জের তারাশে কয়েক কোটি টাকা মূল্যে প্রাচীন প্রত্নতাত্ত্বিক মূর্তি (কষ্ঠিপাথর সাদৃশ্য) সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

0

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের তারাশে কয়েক কোটি টাকা মূল্যে প্রাচীন প্রত্নতাত্ত্বিক মূর্তি (কষ্ঠিপাথর সাদৃশ্য) সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ । বুধবার ৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো মশিউর রহমান, পিএসসি এর  নেতৃত্বে  র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তারাশ থানাধীন বৈদ্যনাথপুর গ্রামে এক অভিযান চালিয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক (কষ্ঠিপাথর সাদৃশ্য) বিষ্ণুমূর্তি (কালো রংয়ের ৩৩.৫ কেজি ওজনের) অবৈধভাবে চোরাকারবারিদের মাধ্যমে ক্রয় -বিক্রয় এর সময় চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহাদের নিকট হতে ০২ টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ সাদেক হোসেন (৫০), পিতা-মোঃ মফিজ উদ্দিন, সাং-বৈদ্যনাথপুর, ২। মোঃ গোলাম সাকলাইন (৪০), পিতা-মোঃ নিজাম উদ্দিন, সাং-পেঙ্গুয়ারী, ৩। শ্রী রাম সরকার (৩৮), পিতা- শ্রী অন্তিম সরকার, সাং- কুসুমদী, সর্ব থানা-তারাশ, জেলা-সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত অসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-খ/২৫-ঘ ধারায় মামলা করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে। খবর র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির ।

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.