নীল জ্যোৎস্নায় ছাওয়া / কাজী আতীক/ নিউ ইয়র্ক
নীল জ্যোৎস্নায় ছাওয়া/
কাজী আতীক/
রুদ্ধ দোয়ার, বন্ধ কপাট অস্বচ্ছ কাঁচের আড়াল
তাই হয়তো দেখা যায়না ওপারের কিছু,
তবে স্পষ্ট বুঝা যায় কেউ ওখানে আছে প্রশস্ত বারান্দায়-
সে বসে আছে যেমন সে দাঁড়িয়েও আছে একই সাথে,
সে হাঁটছে, দৌড়চ্ছে, সে আবার ঘোড়ার পিঠেও সওয়ার
আর চারপাশে তাঁর অপার্থিব এক নীলাভ নীরব উদ্ভাস
যেমন নীল জ্যোৎস্নায় ছাওয়া কোনো তেপান্তরের মাঠ
সেই মাঠ পেরিয়ে ঘোড়সোয়ারি এই এক একা রাজকুমার,
(নিউ ইয়র্ক,২৩ এপ্রিল ‘২০২০)