নেত্রকোণায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

0

মেহেদী হাসান আকন্দ: নেত্রকোণা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২১ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের উপপরিচালক সাবিকুন্নাহারের সভাপতিত্বে ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে সংযুক্ত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মো: আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে সংযুক্ত ছিলেন, নেত্রকোণা জেলা পুলিশ সুপার, মোঃ আকবর আলী মুনসী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ফকরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ও

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, নেত্রকোণা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার, ফরিদ উদ্দিন আহমেদ খন্দকার, জেলা মৎস্য কর্মকর্তা ফজলুল কাবীর, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোরঞ্জন ধর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাফিন হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গফুর, বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী মোবারক হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জননেত্র পত্রিকার সম্পাদক মুখলেছুর রহমান, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আলপনা বেগম, মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী হাসান আকন্দ, বাস ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক টিটু দত্ত, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আদব আলী প্রমূখ।

পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের উপপরিচালক সাবিকুন্নাহার শব্দ দূষণ, শব্দ দূষণের ক্ষতিকারক দিকসমূহ, শব্দ দূষণরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং সরকারের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরে এ দিবসের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন।
পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাসের সঞ্চালনায় ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আমাদের সংস্কৃতিগত পরিবর্তন দরকার। যার মধ্য দিয়ে আমরা শব্দ সন্ত্রাসকে রুখে দিতে পারব এবং শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

আপনি এগুলোও দেখতে পারেন
Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.