মেহেরপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে ইউপি সদস্য আরমান আলীর ঈদ উপহার

0

তৌহিদ উদ দৌলা রেজা : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অসহায় মানুষের পাশে দাাঁড়িয়েছেনমেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে ইউপি সদস্য আরমান আলী। তার নিজ উদ্যোগে ১২শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার শাড়ি-লুঙ্গি সহ খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজনগর গ্রামে তার নিজ বাসভবনে এসকল উপকরণ বিতরণ করা হয়।
এসময় প্রতি পরিবার কে ১ কেজি পোলাও চাল, ২ কেজি আটা, ৫০০ গ্রাম চিনি,সেমাই, দুধ, শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

ইউপি সদস্য আরমান আলী বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম থেকেই আমি আমার নির্বাচনী এলাকায় প্রায় ২ হাজারেরও অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন নগদ অর্থ, শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ, খাবার সামগ্রী দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। নবগঠিত বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে এবার আমি মত প্রকাশ করেছি। আমাদের বছরে ১৫ টি গ্রামের শতাধিক দুস্থ অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হলো। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.